=
প্রেমে চড়ি-নি !
চড়ে গেলে,
ডুবে গেলে,
সাতারে ভেসে উঠতে,
জানি-
জীবনে'র প্রয়োজনে ৷
কিন্তু-
রক্ত বহতায়-
ধ্যান কামাই'নি ৷৷
=
ম. প্র. (০৩-০৮-২০২০)
=