=
ঔ সেই রেললাইন আর আমি।
যেখানে তপ্তধুলো উড়ে না।
যেখানে দিগন্তকে মুড়েছে গোল সীমারেখা।
যেখানে গমনাগমনের আভ্যন্তরীণ পথমিশার সাথে
রয়েছে ভ্রমনপিপাসুর রপ্ত আনাগোনা।
যেখানে হৃদয়ের প্রশস্ততা পায় আদিখ্যেতার বনিবনা।
যেখানে চরণদোলা কন্ঠ গেয়ে উঠে
লালনের গান "ধন্য ধন্য বলি তারে"।
=
ম. প্র. (০৭-০২-২০২৩)
=