=
দূর্বা-জল ঠিকরে
মাটি স্পর্শ করে শীত । সেই শীতে
পথ ভিজে ছুঁয়ে দেয়- মেটো শরীর ।
কাঁপানো ভোরে
তবু- জীবন বুনে পথ-মানব ।
সূর্য-কিরণ পুষে রাখে-
বি-বর্ণীত রাত্রি-জখম ।।
=
ম. প্র. (২৭-০১-২০২২)
=