=
আলো আঁধারির মিশেল ছুঁয়ে থাকে
রাত্রির বিবরণ।
কেউ ঘুমিয়ে পড়ে, কেউ ঘুমায় না।
রাত্রি তার বিচরণে
ঘুমের অনুশীলন পাঠ্য করে না।
মানুষই ঘুমের রাজ্যে বিচরণ করে
তিন প্রহরকে রাত্রি বানায়।

কতো উদাসীনতা মুখ লুকায়
রাত্রির চাদরে।
কতো বেহিসেবি প্রেম খুন করে
আত্মার বনিবনা রাত্রির হিমে।

কে জানে জীবনের অভিসন্ধি
কোন চুরুলিয়ায় ঘুম ভাঙ্গা নদী।
বয়ে যায়, কেবল বয়ে যায়
সব আনন্দ, নিরানন্দের জল
বুকে টেনে সীমান্তাবধি।
যেখানে রাত্রি ঘুমায়
জাগরণের উম্মিদ বিছিয়ে দিয়ে
ঋতুর সব শরীরে, চাঁদের নিরব হাসিতে।
=
ম. প্র. (০৯-১১-২০২২)
=