=
কবি'র ছবি'র দাম-
বিশ, ত্রিশ, পঞ্চাশ, আশি, এক'শ-টাকা!
কবি'র কবিতা'র দাম-
দশ, পনে'র, বিশ, ত্রিশ, ষাট-টাকা!
কবি'র কবিতা ও আবৃত্তি'র দাম-
তিন, চার, পাঁচ, ছয়, সাত-টাকা!
অর্থাৎ-
যতো- গুণ, আর- শ্রম?
দাম মূলে, ততো- কম!
এই যখন- বুঝ, জ্ঞানে'র দশা?
তখন- কিসে মজা, আর- কিসে চষা!
বুঝবে, কেনো- আছে যতো- পৃথিবী-তে, রাম-দাসা!!
=

রচনা-সময়- ২৩-০২-২০১৯
=