=
পুরুষ সর্বসাকুল্যে পুরুষ হয়
সেই দিন,
সেই জন।
স্ত্রীর সম্মান রক্ষায় উত্তোলনহীন
তরবারি হয় যেই দিন
মায়ের সর্বজনীন লালিত দায়ের
মিনারে মস্তক ঠুকে যেই দিন
পিতার অদম্য শ্রমের বিপরীতে স্বস্থির
একমুঠো রোদপরশ হয় যেই দিন
বোনের ইজ্জতের সীমানায় কাঁটাতারের
ঘুমহীন প্রহরী হয় যেই দিন
ভাইয়ের অসহায়ত্বের মহড়ায় সাহসী হস্তক্ষেপে
জীয়ারায় পিঠ থামায় যেই দিন
সন্তানের অভর নির্ণীত ভুবনে পরিশীলিত
একমুঠো নির্মল রোদ হয় যেই দিন।
আত্মীয়ের ভরসায় চিরোদিন সহানুভূতির
আকল রক্ষায় প্রণীবর থাকে যেই জন
বন্ধুত্বের পরিসীমাকে বিনোদনের মহিমা
দিয়ে আগলে রাখে নিরবে যেই জন
প্রতিবেশীর সুখভোগে রহিম আর অসুখানলে
নির্ভরতার হাত খুলে জল ঢালেন যেই জন
সমাজের উর্বরতার নিখিলে নিখিলেশ হয়ে দরবেশ
হয়ে পাটাতন মজবুতে একনিষ্ঠ রয় যেই জন
দেশমাতৃকার গৌরবে অর্পিত প্রেম বর্ষন আর নিগ্রহে
অদম্য যোদ্ধা বনে যান যেই জন
আন্তর্জাতিকতায় দেশের ভাবমূর্তি, সংস্কৃতির
পিরহান আদর্শের মর্মরে বেঁধে রাখেন যেই জন।
=
ম. প্র. (৩০-০৩-২০২২)
=