=
রূপকথায় জীবনের মূল
ফেনার তলদেশে যার নুন
সময়ের গা ফুরিয়ে অনেকটুকু
ইতিহাসের পেটে কিংবদন্তি দুল।

কিংবা
কালজয়ী রূপকথা ধ্যান
কমেডি, মিস্ট্রি, হরর, রিয়েলিটি
সবই তার প্রাণ।

মুঘলী করাত,
সুলতানী বরাত দিয়ে
রূপকথা আজকের গল্পগ্রাস
পিয়ে যায় হৃদয়ের যাবতীয়
পুরোনো পিয়াস।
=
ম. প্র. (০৯-০৪-২০২২)
=