=
পুরোনো রাত- ফিরে আসে, ঘুমে'র ইথারে৷
রাতে'র আলোকিত অংশ নেই,
এবার একচেটিয়া অন্ধকার৷  
মোমবাতি'র আলো কিনা-
সে আসে, চোখে'র সম্মুখে৷
আকুতি জানায়- ফিরতি রাতে'র,
শকুনে'র গ্রাসে, চিরো-নিষ্প্রাণ হওয়া- আলো৷  
পৃথিবী'র ছাদে, পুণরাবর্তন করা-
সভ্যতা'র উদ্দেশ্য নয়৷
কিছু- ছাড় দেয়া যায়, কখনো- ব্যক্তি বিশেষে৷
কিন্তু-
সে যদি হয়- দু-পক্ষে'র সমনৃত্য-কলায়৷
কলঙ্ক নৃত্য অ-জ্ঞান মানুষ- স্টেজে নয়,
দর্শকে'ই ভালো- মানায়৷
আমি দর্শক হয়ে'ই থাকতে চাই৷
প্রতিযোগিতা'র দায়ও নেই,
উপযোগীতা'র ফিনকিও নেই৷
কেবল-
আহবান-টা'ই দায়ে'র অ-স্বস্তি মনে হয়৷
তবু-
মনভরতা এই যে-
আলো'র অনুপস্থিতি তার স্বভাব পাল্টাবে, পাল্টিয়েছেও৷  
মিছে রস আস্বাদনে'র চেষ্টা-
এ-ক্ষেত্রে, যুক্তিযুক্ততা'র আবেশ ক্ষুণ্ণ করে৷
১৬ কোটি'র বাংলাদেশে-
বনভূমি ১০ শতাংশ হলেও প্রকৃতি হাসছে৷৷
=

রচনা-সময়- ০৪/১২/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=