=
চর হতে সব- ধূল-গুলো এসে'ই পড়ে চোখে ।
নদী হতে জল-গুলো সব- এসে'ই পড়ে বুকে ।
পাহাড় হতে বৃক্ষ-গুলো সব- নেমে'ই আসে ভূমে ।
জল-শ্বাস আর- বৃক্ষ-দাওয়ায় পৃথিবী দেখি ফিরে ।।
=
ম. প্র. (০৬-১১-২০২১)
=