=
কমনীয়তা'র ভাষা- আমার'ই জানা, তোমার-না৷
তাই, রুদ্র-রূপ হয়ে পড়ি-না৷
ডাকলে যে এসে পড়ো, বুকে'র আষ্টেপৃষ্ঠে৷
পাঁজর ছিঁড়ে নেয়া'র সক্ষমতা- তোমার অধিগম্য নয়,
কোনো বৈশাখে'ই৷
আমি বৈশাখে'র মালায়- নতজানু হই৷
তোমার পর্দা- উন্মোচন করবো বলে, নয়৷
চায়ে'র টেবিলে'র চা'ই, আমার শেষ ভরসা'র তিয়াস৷
আজ অবশ্য- নানে'র পূর্ণ স্বাদ- হৃদপিন্ডে'র দহলিজ৷
মাংসে'র ভূনা, পরিত্যক্ত ঝোল, ডাল-ভাজি'র
মিশ্রণে গিয়ে, উদবায়ু ছড়ালেও?
আমি কিছু বলে উঠি-না, কলঙ্কে'র তাগাড়ে৷
কারণ- তুমি তার চেয়ে, প্রসিদ্ধ কোমলতা নও৷
প্রসিদ্ধ হওয়া- হাওয়া'র বুকে, মুখ বুলিয়ে হয়-না৷
তার ব্যর্থ সংলাপ- আমি না আওড়ালেও,
শেষ পর্যন্ত, আমি- তোমায় ডাকি, আর- তুমি-
আমার ডাকে, উতলা হয়ে, প্রজাপতি'র পাখা পাও৷
আমি কলমি-লতা'র ফানুস হয়ে পড়ি-না, বোলে-
তোমার দীর্ঘশ্বাস- প্রীতি-মাখা৷
ঢাকা হোটেলে'র টেবিল প্রশান্তে'র, ধূঁপ-মোহিত শেষ কোণা-
তার ইতি-কথা'র সাক্ষী, প্রচ্ছন্ন গরিমায়৷৷
=
রচনা-সময়ঃ ২০১৪
=
পরিমার্জিতঃ বর্ণনা নয়, বহির্য৷
=