=
দূরে'র হাওয়া- বয়ে আসে, এখন- বেশী!
নিকটে'র কাছে, রাখা যতো- বন্ধন-সন্ধি৷
ভেস্তে যেতে যেতে, হয়- কবে কে- যুগল-বন্ধি?
উল্টো রসদ দিয়ে, বিধি- বানিয়েছেন পৃথিবী!
তুমি তার- এক খন্ড, আমি তার- অনুভব প্রার্থী৷
ভালোবাসা'র হাওয়ায়- নিকটতম খুঁজে, লাভ কী?
সব প্রাণে জুড়ায়, কী- হৃদয়ে'র অনুনয়, অনুস্মৃতি?
তবুও ভালোবাসা- সারা-মন সারা-জন প্রীত প্রীতি৷৷
=

রচনা-সময়- ০৩-০৩-২০১৯
=