=
শীতে'র দানবীয়- তান্ডব হতে,
নিজে-কে বাঁচিয়ে-তো নিই ৷
কিন্তু-
প্রিয়তমা-হীন জীবন- থেকে,
জীবন বাঁচানো হয়েছে, মুশকিল ৷

কোরোনা-কালীন এ সময়ে,
মূত্যু-ভয় আমাকে, এক-রত্তিও ভোগায়-না ৷
কারণ-
মৃত্যু-তো চিরায়ত-
জ্বর, ডায়রিয়া, রক্ত-চাপ'- এর মতো-
সাধারণেও হয়, দাখিল ৷

কিন্তু-
প্রিয়া'র আশ্রয়-প্রশ্রয় ছাড়া-
জীবন কতো-রত্তি এগোয়...
জানে-না সে'ই ৷
যে কিনা- প্রেমে'র বাহু-ডোরে, নিজে-কে জড়ায়-
হার-দম, হার-রোজ, হার-রাত নিখিল ৷৷
=

ম. প্র. (২৭-১২-২০২০)
=