=
খবর আসে
টিপ নিয়ে হয়নি কোনো কথা
উড়ো কথায়
মন পঁচে যায় রাজ‍্যের সর্বনাশা।

যা বর্তমান তা ভবিষ‍‍্যতে্র পৃষ্ঠে কৃষ্ণলেমন
অফরিন্দা বুনে বুনে গণমূখী করে এমন
তবে কবিতার গা জুড়ে লতা বেয়ে উঠেছিলো
যে মিথ‍্যে ঘেহরা,
তারে কী দিয়ে
সাজিয়ে তুলবে
সত‍্য মেহরা?
পাল্টা প্রতিশ্রুতির বুননে যে
রয় না রিকভারির মশলা।
=
ম. প্র. (১৩-০৪-২০২২)
=