=
দূর হতে দেখতে গেলেই পরশ
বাঁতিগুলো জ্বলে ওঠে যখন
কাছের কাছে নেই তার
অনুরাগ, মোলায়েমকথন, হৃদয়পতন।

আঁকা আর বাঁকার পৃথকীকরণে
থাকে যেমন বেদসম উদাহরণ
প্রেমঘটিত ফুলসজ্জায় যেতে
লাগে প্রথমে টাইপ অনতিপরে সপর্পণ।
=
ম. প্র. (১৩-০৪-২০২২)
=