=
হাওয়ায় উড়ে প্রজাপতি যায়- মিলন আর- উপহারে'র শহর । ডানা'র উত্তরণে
বলে'র বহর- হেভিওয়েট কে বলে ? রইসই ডানা-ব্রতে তবুও পৌঁছে, দরিয়া'র
অতলে । খুঁজে আনে- মণিমালা । ডানা'র অসীমে ছেড়ে আসে- বিনিয়োগ । গড়ে
উঠে রাজ্য । হয়ে উঠে তার- অধিপতি ।
নাচানাচি, কানাকানি'র ঢল নামে- বিস্তর । ঐ-সব ফানাফানা মহরত এক-দিন
বিলীন হবে । রয়ে যাবে, শুধু- অন্তিমে'র বাড়ি হয়ে- কুসুম কুসুম উত্তাপ । সেই
উত্তাপে হয়-তো নূন্যতম সমাধি'র আস্তরণ হবে । হবে কী- মহা-কালে'র মহড়া ?
অজ্ঞাত হবার দায় থাকে, কোন সমীকরণে ? কিন্তু- খোকলা ভর জুড়ে বিনিময়ে'র
সুদ কী- পাবে, পৃথিবী'র মায়া ? কুড়োবে কী- গালিবে'র চোখ ? প্রশ্ন রেখে গেলাম ... ।।
=
ম. প্র. (২০-১১-২০২১)
=