=
সুখে'র পর্বতে চড়ে থাকে, জীবন ৷
অ-ধরা বাড়ি'র বার হয়ে থাকে, তখন ৷
স্বপ্ন পূরণে'র স্কীম নিয়ে, আজ দশ সাল ৷
বিলিয়ে যায়- পত্রালী জনে জনে, বার-বার ৷
কর্তা-বাবু ফ্রি স্বপ্ন পূরণে- ভূমিতে নেমে আসে ৷
এক-রোখা সে বাধে-না, যে- কোনো বাধনে !
ভাগ্য বদলানো'র পাগল' সততা ছাড়ে-না, কখনো ৷
প্রশ্ন থাকে চাওয়া-টা কী- মিলবে, তার চাওয়া-তে ?
=
ম. প্র. (০৩-০৭-২০২১)
=