=
জীবনে'র সব শরীরে
উপশমে'র মেরামত প্রয়োজন ।
একা থাকা'র বিষাদে'র বিপরীতে
সঙ্গি'র বেশ প্রয়োজন ।
সামাজিক দ্বন্দ্ব নিরসনে
পূর্ব প্রস্তুতি'র আবেগ প্রয়োজন ।
পরকিয়া'র গুমনাম হতে
মুক্তি'র আরশে সততা প্রয়োজন ।
ভাইয়ে ভাইয়ে প্রতিবন্ধকতায়
নির্ভরতা'র প্রসারিত হাত প্রয়োজন ।
বন্ধু-তে বন্ধু-তে গরমিলে'র অশনি-তে
ধৈর্যে'র বিশদ প্রয়োজন ।
কোরোনা(Corona) হতে মুক্তি লাভে
মাস্ক, হাত স্যানিটাইজ প্রয়োজন ।
প্রেমে'র বিবাদ হতে নিস্তার পেতে
স্বস্তি'র দোষ স্বীকারোক্তি সত্যি প্রয়োজন ।
রাজনৈতিক বিভ্রমে মতাদর্শে'র নির্বাধ
উর্বর স্বাধীনতা'র বলিষ্ঠতা প্রয়োজন ।
শিশু মনে আনন্দ জাগরণে'র উৎসব
ছড়িয়ে দিতে, শিক্ষা'র আলো প্রয়োজন ।

জীবনে'র সব- তাপে, ভাঁপে, ভাবে,
প্রয়োজনে'র আনুপাতিক বিকাশ প্রয়োজন ।
প্রয়োজন ব্যতীত সব'ই বিকল ধারা,
অনুরণন, আবেগ, উৎসব, ব্যাপণ আর- ধারণ ।।
=
ম. প্র. (১০-১১-২০২১)
=