=
কল চাপতে গিয়ে, বল ক্ষয়- হয়ে যায় ৷
ভূগর্ভস্থ পানি নিচে নেমে, যাওয়ায়-  
চাপা'র লম্ব সময় বেগে- কল মৃত হয়ে যায় ৷

মুখে পানি ঢেলে, পুণরায়- জিন্দা করতে হয় ৷
পুণরায়, পুণরায়ে হয়-তো ক্ষয়ে'র বাড়-বাড়া ৷  
হাতে'র পেশী'র যে- উন্নতি, তা-তো ফেলনা না ৷

এক-দিকে ক্ষয়ে গেলে, আরেক-দিকে নিরব জয় ৷  
পৃথিবী'র সারা-বর্তনে, এই এক-ধারা'র প্রণয় ৷৷
=

ম. প্র. (০৪-০৫-২০২১)
=