=
প্রতিনিয়ত রূপ বদলে যাওয়া-
হৃদয় তোলপাড় করে- ঘর্মি হতে,
শীতল সুখ্যম হয়ে, ওঠা- স্থিতি আর-
শান্ত অনুভব'- এর নাম- প্রেম ।
বিলিয়ে দেওয়া, বিলিয়ে যাওয়া'র নাম-
প্রেম নয় কখনো'ই ।

আপত্তি আর- আগ্রহ'- এর মধ্যবর্তী যে- সমন্বয়,
সেই সুরাহা'র অনবদ্য নাম- প্রেম ।
জোর আর- আধিপত্যে গমনে'র নাম-
প্রেম নয় কখনো'ই ।

হ্যাঁ আর- না'- এর জোহরিক বৈষম্য চিনে,
যে- করে, গোলাপ প্রদান হৃদয়-বৃত্তে, সে- প্রেমিক ।
প্রেম তার- ঐশ্বর্য, অম্লান তার হিষ্যা ।।
=
ম. প্র. (০৬-০২-২০২২)
=