=
প্রজাপতি'র ঘর নেই, উড়ে যায়- নিমেষে বিস্তীর্ণ প্রহরায় ।
বাতাসে'র শরীর ছুঁয়ে, বিলিয়ে যায়- অনন্ত প্রণোদনা ।
মানবে'র ঘর থেকেও দিনান্ত নেই, কেনো- তার ঠিকানা ?
মনে নিলে মনে হয়, নয়-তো জীবন্ত রূহে'র পরাজয় !

প্রজাপতি'র ডানায় চোখ রেখে, সীমান্ত হাঁটে যে- জীবন ।
সে- জীবনে রয়-না অভাব স্বপ্ন পূরণ আর- চলা'র নিমন্ত্রণ ।।
=
ম. প্র. (৩০-০১-২০২২)
=