=
বায়ান্ন দিয়েছে ভাষা ।
ভাব দিয়েছে আশা ।
ভাষা আর- আশা জুড়েছে গাঁথা ।
হৃদয়ে'র অনবদ্য মোড়ে কবিতা ।
কবি'র রচনায়- অক্ষর বুনে বাংলা ।
লিখে দেয়- দেশ ও প্রগতি'র স্বাধীনতা ।
সালাম, বরকত, রফিক প্রবণতা ।।
=
ম. প্র. (১১-০২-২০২২)
=