=
রবি আর রবী এখন এক লেন, এক প্রভা
নাথ কেবল মনুষ্য দলের অলংকৃত এক প্রথা
কত চৈতন্য যুগল হয়ে ভূগোল হয় আচ্ছাদিত ঐ নামে
কত মেলা রথ হয়ে পথ পাতে অখণ্ডিত হৃদয়ের উৎসবে।
জোড়াসাঁকোর হাওয়ায় উড়ে যে বিকশীত চর্চিত গান
বিশ্বপালকের বিমানে চড়ে রং দে বাসন্তী হয় অগণিত প্রাণ
শিলাইদহের ধূলোয় মিশে গেছে রবীসমুদ্রের পল্লবীত জলজ ঘ্রাণ
শুঁকে শুঁকে অপথের ঘাট বুঝে নেয় সিঁড়ি বেয়ে হয় উত্থানের নিশান।
সদনের নন্দিত ফলকে ঝলকানো যে নাম
সে নামের রশ্মিতে মিটে যায় প্রলম্বিত স্খলন
নিকেতন ভৈরবে সমাদৃত পতাকার যে ঢেউ
সে ঢেউ বাংলাকে এনে দেয় আলোকনন্দিত নয়ন।
দেখে উঠে নেমে যায় প্রণোদিত স্রোত যখন আঁধার আবেশে?
অতলের সর্ষে হতে খুঁজে নেয় যুতের ভীত প্রণোদনার বিশ্বাসে।
রবীস্মরণীয় আয়োজনে ভরে যায় ভাব, বিষয়াদি মতান্তরের সম্যক ধারণায়
বাঙালীর বাঙলায় অভিসুদ ঘটে যায় শব্দ শব্দান্তরের নির্মেদ সুমহিমায়।
=
ম. প্র. (০৬-০৫-২০২২)
=