=
সব খোলা প্রান্তর এখন-
যে যেখানে ইচ্ছে, চোখ বুলোতে পারে !
খোলাখোলি'র ময়দান- পুরোপুরি ফাঁকা...
গোল দিতে উঠে-পড়ে লেগেছে, প্রায়ান্তর !
দর্শক শ্রোতা-গুলো লুকান্তর,
কিন্তু- বিশাল মাঠে'র আড়ম্বর !
কী হবে ভেবে, জীবনে'র কী হয়েছে ?
মনে'র সারা-জমিন যে- পোকায় কেটেছে !!
=
ম. প্র. (০৬-১০-২০২০)
=