=
ফাগুন'- এর ঘ্রাণে শীতে'র শরীর ।
প্রেম'- এর কাননে তৃষ্ণা'র তদবির ।
অনুভব'- এর মাতমে অ-খিল নট-বীর ।
জমিন পুড়ে ছাঁই আদি নহর-তীর ।
শূন্যতা'র লিঙ্ক সর্বত্র জুড়ে শেয়ার ।
পেয়ারে প্রজাপতি'র ডানায় শঙ্কা'র চর ।
প্রেম'- এর বিশদ ভাণ্ডে তবু- পিয়াসা'র ভর ।।
=
ম. প্র. (১৫-০২-২০২২)
=