=
বিশ্বাসে, বিশ্বাস আনয়ন'- এর ব্রত নিয়ে,
পুরো জীবনে'র সিড়ি বানায়ে,
ধরে থাকি- জীবনে'র চতুর্পাশ ৷

মেলে যাই- ডানা ৷
পেয়ে যাই- বাসন্তী ভোর'- এর ছায়া ৷৷
=

ম. প্র. (১৭-০১-২০২১)
=