=
রোনাজারি করা'র অ-সংখ্য বিষয়াদী- থাকলেও,
এখন আর- আমি রোদনে কাতর হয়ে, পড়ি-না৷
যতো-টা কাঁদলে, নদী হবে- সাগর!
তার চেয়ে, ঢের বেশী- কান্না হয়ে গেছে, পেছনে৷
ভাগ্যে'র চাকা- দূর-দূরান্তে'র আত্মীয় বোনে গেলেও,
আমার ওপর নেতিয়ে পড়া- ভূলে'র বাগানে,
তিল তিল করে গড়ে, ওঠা- বটবৃক্ষ উপড়ে ফেলে,
বনসাই'- এর অস্তিত্বও রাখবো-না৷
কিন্তু-
অরণ্য-রোদনে কারো- ভাগ বসাতে দেবো-না৷
তারপরও আমার ওপর পতিত হওয়া-
ভূলে'র জন্য, আমি কখনো- কাউকে,
মরণ-কামড় শ্লেষে, বিষায়িত করবো-না৷
আমি ভূলে'র নদী- পার করে,
শুদ্ধতা'র সাগরে, আমার কান্না- ভাসিয়ে,
মানুষ-কে ভালোবাসা'র জন্য, হবো- প্রবাহ-মান৷৷
=
রচনা-সময়- ২৬/১১/২০১২
=
মার্জিত-রূপ সংস্করণে৷
=