=
জল হয়ে গেলে- উপচে পড়ে ময়লা, অ-সভ্য, জট-মাইকেল !
পাহাড় হয়ে গেলে- ডিঙিয়ে নামে দলাবদ্ধ উজাড় নৎসাৎ তীর-বল !
মেনে নিয়ে দ্বীপ গড়ে উঠে, অচিন সভ্যতা'র !
পাখি, ফুলে'র রোল নেই !
কল্পনা'র ভরে অ-দৃশ্য স্বাদ মেটানো জীবন-পাঠ !
তবু- প্রয়োজন আছে, কাজ আছে, আছে ইতিহাস ।
পৃষ্ঠা উল্টে উল্টে এগিয়ে যাওয়া- বয়সে'র দৌড় ছাড়ে-না, পথে'র নাড়া ।।
=
ম. প্র. (০৪-১২-২০২১)
=