=
হারিয়ে যাওয়া- পথও পথে, ফিরে আসে ৷
পথে'র পরে, যদি- বিছানো থাকে, উদ্দেশ-অমৃত ৷
খুঁজে নিলে'ই যে- খোঁজ, তা- বলা মুশকিল ৷
বে-খোঁজে পরে থাকে, আ-জীবন যে-মন ৷
সে-মনেও নাড়া দেয়, পথ'- এর বিরাজ ৷
এক-দিন ফুলকি হয়ে, ফুটে যাবে- পথে'র দেরাজ ৷
সবাই দেখেও দেখবে-না হয়-তো কেউ কেউ ৷
এই না দেখায়- পথ'- এর হবে-না, পরাজয় ৷
ভালোবাসা'র সাত-নগরী ঘুরে, ঘুরে এক-নগরী হয় ৷
পথ দেখায়- পথ'- এর বিশাল, জ্বালায় যে- মনে, মশাল ৷৷
=
ম. প্র. (১৮-০৩-২০২১)
=