=
সবুজ ধারণ করে- রক্তিম-কে সরিয়ে রাখি ৷
সোঁদা মাটি'র গন্ধ শুঁকে শুঁকে, জীবন দাঁড় করি ৷
ভালো হতো- আমার রাত-গুলো আমার হলে ৷
মন্দ হতো-না, আমার দিন-গুলো আমার হলে ৷
এখানে-তো সবুজ বনানীও আমার- বিপরীত লয় ৷
এক-তারে সুর বয়-না, বোলে- বিরুদ্ধ-কেও জমাই তয় ৷
ভালোবাসি জীবন, তাই কোমল-হীন-তা-কেও কাছে টানি ৷
পথ শেষে যেখানে- নিরব, সেখানে'ই আশ্রয়'- এর দ্বীপ গড়ি ৷৷
=
ম. প্র. (১৭-০৭-২০২১)
=