=
মনোবৃত্তি'র ঘরে- দূর্বৃত্তে'র হানা !
কালে'র পুরাতন মিটে যাবে, তবে ?
নতুনে'র শিরায়- মিশ্রণে'র বিভীষিকা !
সোহাগে'র চৈতন্যে বিকট ফুটো-ভর !
উত্তরণে'র দিশায়- উলঙ্গে'র পৃষ্ঠা খোলা !
যাবে, যাবে কতো-দূর নকশা ছাড়া ?
পৃথিবী'র তর্জনী-তে, উল্টো মানচিত্র ধরা !!
=
ম. প্র. (০৯-০১-২০২২)
=