=
কি আর করা, সব যে অধিকূল পাড়া!
মন নিয়ে যখন দুনিয়ার ভ্রান্তি, অভ্রান্তির সব খেলা?
তখন একই ব্যাপার, বিষয়, ঘটনা, রচনা
কারো কাছে ভালা, কারো কাছে কালা।
তার চেয়ে আরো প্রাণোধিক টালা
কারো কাছে মনোনীত করার গল্প বলার সময় নেই হাতে ধরা।
আর কারো কাছে মনোনীত না করার রহস্য অফুরন্ত সময়বাড়া
হৃদয়ের আড়পাকে তোলা বিভ্রান্ত ভোলা!
সব সবই বিধির ভিত্তিব্রত লীলাখেলা।
বোধকরি অভ্রান্তির দুয়ারে একদিন মিটে যাবে দ্বন্দ্বমায়া।
দিলসিরাতের রাস্তা পার হয়ে পরমান্তে হেঁটে গেলেই যে ভালোবাসা।
=
ম. প্র. (১৫-০৫-২০২২)
=