=
নিষ্পাপ
--------------------
যে শিশু
মারা গেলো যুদ্ধে,
তার অন্ত্রে
সমগ্র স্বর্গনামে ।
----------

অ-সমাপ্ত
--------------------
আশ্রয়ের চার-টি হাত
নিস্তব্ধে !
পঙ্গু পায়রা উড়ে যায়-
দিগন্তে !!
----------

যুদ্ধ-মত্ত
---------------------
বাংলার মানিক-রা
মরে ফিরে ঘরে !
রাশিয়ার মৃত্যু বিবরণী
সঞ্চালনে !!
----------

রপ্ত-কথা
--------------------
উড়িয়ে দাও
ঐশ্বর্যের পতাকা ।
রক্তে ভেজা লাশের
মমত্বে সততা ।।
----------
=
ম. প্র. (০৫-০৩-২০২২)
=