=
দূর্বল হলে, যা- হয় ৷
হর-লব কুকুর বোনে যেতে, হয় ৷
শৈশব, যৌবন এক মাহিয়া- হয়-না ৷
বুঝে-না !

দূর্বল সব কাল'- এর মেমো চেনে-না ৷

ঘ্রাণ শুঁকে শুঁকে,
সে- পেছন'ই ছাড়ে-না ৷

পর-পুরুষ'- এর টিকাও তার- দংশন রুখে-না !!
=

ম. প্র. (১৯-০৩-২০২১)
=