=
এক-টা প্রাণ অন্তত মনে রাখে- খুব ৷
পেলে, দেই যা- আছে, তন্নতন্ন মুখ-রোচক যুত ৷

বছর'- এর পর বছর- তার মজ্জা হয়- পোক্ত-পুরায় ৷
তৃষ্ণা লোট হয়ে, ঝরে- ক্ষুধায় নয়, প্রেম-বাড়ায় ৷

এক-দিন হারিয়ে যাবে, নয়-তো ফুরিয়ে যাবে ৷
রেখে যাবে- মর্ম-গাঢ়ো স্মৃতি'র মিনার- পড়ন্ত বিহারে ৷৷
=
ম. প্র. (১৪-০৭-২০২১)
=