=
কেনো এমন হয়, বলো-তো?
অনাদরে আদর বাড়ে, আদরে অনাদর?
-------
প্রেমে পড়া'র আগে অথবা- পরে
এমন হয়, নাকি হয়-না?
-------
ভূলে'ই যেতে যেতে যখন- মন-দুরন্ত...
তখন- তুমি আসো- শ্রাবণে'র জলে, ভিজিয়ে দিতে৷
-------
এখন- কী করা- আমার হবে, তোমার হতে?
যা'ই করি, তা'ই-তো বিগড়ে দেবার- সম্ভাবনায় মাত!
-------
আমি প্রেমে'র গা'- এ তিলক পরা-তে গেলে?
তুমি যদি- বৃষ্টি হয়ে, ঝরে পরো- বিরহ-ব্যাধি-তে?
-------
আরেক-টা বিরহ-বর্ষায়- আমি ডুবে যেতে, নারাজ৷
এবার তুমি'ই পারো- পর্বে পর্বে শরৎ'- এর যান হতে৷
=
ম. প্র. (২২-০৭-২০২০)
=