=
পারা, না পারা'র খেলায়-
ফেসে গেলেও
থমকে যাই-নি,
বি-ভ্রান্তি'র মহড়ায় ৷

আজ পারা-টা
উদ্ভব ছাড়িয়ে, স্বভাবে ৷

যদিও-
প্রশংসা'র প্রদীপ জ্বলে-না,
বৈরিতা'র খোলসে ৷

কিন্তু-
এক-টা কিছু
দানা- বেধেছে, বিবেচনায় ৷  
তা- নিঃশব্দ-তা'র প্রতি-ধ্বনি হয়ে,
পা বাড়ায় ৷

এবার শুধু- মুখ্যমে,
ধ্যান-টা পোষা- পরম পাহারায় ৷৷
=


ম. প্র. (০৯-০২-২০২১)
=