=
দীর্ঘ দিন-হপ্তা-মাস-বছর প্রায়-
যুগ ধরে চলছে, তোমার চেষ্টা৷
কলস কাঁখে কেশ নিংড়ে,
দরজায় কপাট মেলে,
জানালা'র ফাঁক গলিয়ে,
রাতে'র নির্জনে ডোর-তরঙ্গে,
তোমার সমস্ত কুত্তা স্বভাব!
আমার তার- প্রতিবেশ অনুভবে৷
যার-পর-নাই আদতে,
তুমি ভূলে গিয়েছিলে, তোমার মনুষ্যত্ব!
অনেক ঢালপালা ছড়িয়েছো- তোমার অবয়বে!
মেদ-বহুল করেছো- হৃৎপিন্ড,
সহজলভ্য করেছো- নারীত্বে'র প্রোকোষ্ট৷
নজরাবিষ্ট রাখা,
প্র-লুব্ধ করা,
গসিপ গুঞ্জনে মেতে ওঠা,
দোষী সাব্যস্ত করা'র
বিকৃত স্বভাব- ভূলে গেছো!
বললে- যাচ্ছো নিরবে৷
ক্ষতি'র শীর্ষ- ইতিহাস গড়ে,
যন্ত্রণা-শ্রেষ্ঠ সংসার- নির্মাণ করে৷
এখন- তোমার বিছানা জুড়ে,
মৌমাছি'র আনাগোনা- প্রায়শঃ.......৷
আমার সারা-রাত কাটে,
কৃত্রিম স্বপ্ন-দেহ গড়নে৷
কারণ-
ভূলতে পারি-নি,
ভূলি-নি, মনুষ্য-জন্ম মনুষত্ব৷৷
=

রচনা-সময়- ২৫/১১/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=