=
গড়বড় মনমেক তুলে নেয়-
আস্তরণ হৃদয়ে'র আরাব ।
বিস্তীর্ণ রহমত
এক কোণায় হয়- আসবাব ।
ব্যবহার্যে'র ঘরে-
পরকিয়া'র মালালা দেয়-না, কাবাব ।
মিছে'ই ছুটে চলে- অ-বিরত ঘোড়া
নিরুদ্দেশে'র রথে ।
তালাশ সরে গেলে-
না রয় ঘরে'র, না হয় বাজারে'র ।
ঠোকর ব্যতীত অবশিষ্টে'র আয়ু
পায়-না, নিবন্ধিত স্বাদ ।।
=
ম. প্র. (১০-০২-২০২২)
=