=
গন্ডারে'র মাথা'র উপর- বানর৷
দুই প্রকৃতি'র এক-টি দৃশ্য৷
নিচে'র মুখ, উপরে'র লেজ- সমান্তরাল৷
আকাঙ্খা শুধু- দুই-রকম৷
ঘাসে'র বাহার, আর- গাছে'র সারি,
এক-টি প্রশ্নে'র মিল৷
পৃথিবী নেই, আগে'র মতোন!
বিবর্তনে বিলুপ্তি'র নিমন্ত্রণ!
পলক স্থির- সকলে'রই সয়, তাদেরও৷
কিন্তু-
মুদ্রিত হওয়া- মানে'ই,
পার পেয়ে, যাওয়া- নয়৷
বহমান স্রোত বাধ্য করে, বাঁক নিতে৷
ক্ষয়া, আর- ভরা, এক বিনি সুতা'র মালা৷
কেবল- উদাস দৃষ্টি বিপণন!
পাইকারি দরে'ই, বেচা-কেনা৷
লভ্যাংশে'র মাত্রা- প্রাণ-ভিন্ন৷
কারণ-
প্রাণী-কূলে'র ভোগ- নির্ভোগে'র নিকট;
পরাজিত প্রজন্ম৷৷
=

রচনা-সময়- ২২/১১/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=