=
পলে পল ঢুকে, অণু তার- অণুত্ব হারায় ৷
অনুজ হতে, দীর্ঘায়ু'র যে- বচসা ?
তাকে অনাদরে নিলে, ভাবে'র যে- অ-তুষ্টি হয় ?
তাকে মানতে যতো- সন্ধি !
তার সাথে, আমার রন্ধনা- বহত দিনে'র ৷
হারায়ে খুঁজি, বারে-বার পল'- এর বাহার ৷
হায়- বিভৎসা তুমি কতো- রঙ্গিন বঙ্গীয় শক্তি-শালী !
আমি দিবা-রাত্রি মিল করে, ভাবনা'র একচ্ছত্র হতে, পারি-নি ৷
পেরে গিয়ে, হোঁচট খাই !
হোঁচট খেয়ে, পেরে যাই !
পল'- এর পর্বে পর্বে ভাগ হয়ে, জীবন বানাই ৷৷
=
ম. প্র. (২৯-১১-২০১৭) (সংশোধিত)
=