=
ঈদ আমেজ!
কোথায়?
পদ্মার জলের শরীর বেয়ে
উপরে ওঠা
সেতুর বক্ষ নিমন্ত্রণায়।

ডুমুরের ফুল ফোটা নয় ওটা
ভোরের শৈশব ভেদ করে
সূর্য উঠাও নয়
আঠারো কোটি মানুষের
আভিজাত্যের চোখ ফোটায়।
=
ম. প্র. (২৫-০৬-২০২২)
=