=
ফটাফট্‌ দুই-তিন ঘুষি আর- হেড টু হেড আঘাত ৷
দম শেষ, গুণ্ডামিও শেষ, কিন্তু- ছবি শেষ নয় ৷
বিয়ে-টা হয়ে যায়, পুলিশে'র দায়িত্বও মিটে যায় ৷
কিন্তু- নতুন সূত্র- শত্রুতা'র শুরু হয়ে যায় ৷
টার্ণিং পয়েন্ট ধরে, এগোনো যায়- আপনি-তে'ই ৷
হিতে বিপরীত সব লঙ্কায়- অবধারিত মেন্যু ৷
সব শেষে- মুখ্য-ভূমিকা'র জয় হয়- অবধার্য ৷
শুধু- পলক-টা দেখা যায়, ঝলক-টা উহ্য রয় ৷
অ-মৃত-টা কেবল- মনে মনে, ধ্যান বুনে যায় ৷
পার্সন টু পার্সন বিয়ার করে, সার কোন- শূরায় ৷৷
=

ম. প্র. (১৩-০৫-২০২১)
=