=
মোবাইল পেয়েছো- হাতে ৷
তা-তে ক্যামেরা-তো রয়েছে ৷
ব্যস্ এবার ন্যাংটো হয়ে যাও, তার সাথে ৷

পৃথিবী-তে এখন এই খেলা'ই চলছে, দিবা-রাত্রি-তে ৷
পোষাকে আসতে লেগেছিলো- লক্ষ-কোটি বছর, ন্যাংটা হতে ৷
আর- বর্তমানে সেই পোষাক খুলতে, সর্বোচ্চ মিনিট দুই লাগে ৷

আহা- কি কারিশমা- প্রযুক্তি বিদ্যা'র, কি দিগ্বিজয়- সভ্যতা'র রহিমায় !
হায়া, লজ্জা'র দস্তুর ভেঙেছে, কি অ-বাধ প্রাপ্তী'র ন-মহিমায় !
পুণরায় পোষাক পরতে, লাগবে কতো সময়- সভ্যতা'র, পার-মনায় ?
=

ম. প্র. (১৪-০৬-২০২১)
=