=
সব ব্যথা- মুছে দিয়ে,  
হয়েছি নির্বাপক- স্বস্তি'র সাম্রাজ্যে ৷

সব দুঃখ'- এর মাঝে,  
হাসি'র নয়ন- জুড়ে দিয়ে,  
দৃষ্টি-কে করেছি পরিপক্ব, জীবন-সাভারে ৷

কেবল- সুখ-ভাগ'- এর নির্ভর কায়মনে ৷
স্মৃতি-ভোগ সর্বস্ব ফিরবে-না, সময়'- এর আদালতে ৷
জ্ঞাত করানো'র চূড়ান্ত-সীমা পার হয়ে, এসে ৷৷
=

ম. প্র. (১২-০২-২০১৮)
=