=
অপ্রস্তুত

জল তাড়া করছে জান
পা মাটি ছেড়ে
টিনের চাল।
=

বহমান

মা বুক ডুবা ছেলের
কাঁধে বহমান
বড়ো ছেলেও ধর্মপ্রাণ।
=

নাশ

বাছুরগুলো মরেছে বানে
শিশুগুলো শেষ আশ্রয়ে
শ্বাসের নাশ সিলেটে।
=

নোট

কবিতা কবিতা চায় না,
চায় প্রেম
নোট তার নেম।
=

ঝড়

ভালোবাসার আকাশটায় ঝড়
কাটবে আশায়
উধাও একুশ সালের জীনাঘর।
=
ম. প্র. (১৯-০৬-২০২২)
=