=
সানন্দে কে উড়ায়, দেহে'র পালক?
পাখি-তো উড়ায়-না,
পোকা-তো উড়ায়-না৷
উড়ায়, সে উড়ায়৷
নন্দনা উড়ায়, আর- উড়ায় জোছনা পোকা৷
উড়ায় মানে- আপনি খসায়৷
বাঁধা ঝড় ঝঞ্ঝা উড়ায়-না,
মানুষ উড়তে গিয়েও উড়ে-না,
জাহাজে উড়ায়৷
সে কেনো উড়ায়?
মানে-
সে কেনো- খসায় নন্দন, এক-টু-খানি মন ফ্যাপায়-মাপায়?
জোছনা পোকা, কেনো- উড়ায় পাখা?
উড়ায়, তার- স্বাদ গেছে মরে৷
মানুষ কোনো-দিন উড়বে-না, বোলে- স্বাদ তার পিছু ছোটে, ছুটেছে, ছুটবে৷
আহাঃ
চাঁদ-পোকা; তুমি যদি বুঝতে উড়া'র মর্ম?
খসাবে কেনো- আলতোয় ঝরঝর-মর্মর?
দৃশ্য-মান হতে গেলে'ই, আশ্চর্য ঠেকে, বুঝলে?
=
রচনা-সময়ঃ ২০১৫
=
(সংশোধিত)
=