=
শব্দের জানোয়ার ধাওয়া করে
দিনের অবাধ দিন
রুখাশোকা জীবনের ঘামে
অপ্রান্তিক জোর ঢেলে
যাপন আর সিদ্ধির মঞ্চে ছেড়ে দেয়
অবাঞ্ছিত মহড়া।
নাচা আর বিনা নাচার
কোনো অপশন রাখে নাই ওরা।
=
ম. প্র. (১৯-০৬-২০২২)
=