=
বহুমাত্রিক পদচারণায় মুখরিত জীবন
শুভাশুভের ঘর পাকা করবে এই তো নিয়ম
সব পাওয়া এক হয় যাপনের পরিমণ্ডলে
যদি মিমাংসার ভর স্বরচিত প্রণয়ের হয়
আলোর স্বর যে বুনে ইতিহাসের পৃষ্ঠায়
নীতির আইন কায়েম রাখে যে জীবন পাঠে
সে ভুলে না মানুষের আশীর্বাদের প্রীতিদান
দৈনিক খবরাখবর লিখিয়ে জানে ঘটনার রূহ
কেমন ধারায় বর্ণন করে পূর্বাপর মুদ্রাক্ষর সুর
সংস্কৃতির বহমানতায় যে উদ্দীপনা আসর জমায়
তারে সজ্জার বুদ্ধিদীপ্তিতে মোড়ায় যুৎপুরোধা
গবেষণার নিক্তিতে বিষয়ের নতুনত্বের উদ্ভাবন
সেই করে যার আস্বাদিত নজরে খোয়াব বীরধর
সংগঠনের সমন্বয়ক জানে সমন্বয়ের সৃজিত বিবিধ
পর ফসল তারে নেতৃত্বের ভরপেট দেখায় নির্ণীত।
=
ম. প্র. (২৫-০৫-২০২২)
=