=
বহুল কষ্টের অন্তিমান্তে
একটি রাত হয়।
তবু রাত
প্রগলভের রাতে গড়ায় না।
শুধু মাত্র একটি
নিমকি ভোরের অপেক্ষায়।
সে ভোরের প্রণতিলগ্নেও কি
আরেকটি রাত অপেক্ষা করে?
হয়তো, হয়তো না!
=
ম. প্র. (২৪/০২/২০২৪)
=