=
গোপালগঞ্জে'র মাটি ফুঁড়ে, যে- সজীব ঘ্রাণ ছড়িয়ে পড়ে,
বাংলাদেশে'র প্রত্যন্তে'র শিলা, উপ-শিলা, হ্রদ, হাওড়,
আর- নদী, সাগর বঙ্গোপ জন-গণ সার্বভৌমে ।
তার পলি আজ স্ব-বিস্তারে, চোখে চোখ রাখে ।

উন্নয়নে'র অ-নিমিত্ত ঘাড় চাপকে, এখন স্বাবলম্বি-
ব-দ্বীপে'র বাংলা প্রাণ, পদ্মা-সেতু'র বুক দিয়ে,
আগমন-নির্গমন হবে, আমার সোনার বাংলা' গান ।
মেট্রো-রেলে'র গতি ছড়িয়ে দেবে- লোকালয়ে,
বাংলা ভূৎপত্তি'র আহ্সান ।
আরও কতো- স্বকৃত আলোকিত আয়োজনে,
ভ্রমণ-পিপাসু জন্ম-ভূমি'র মাচান ।

সব'ই যার- হাত-তর্জনী'র উষা-বেলা,
কন্ঠে'র গর্জনে- নীড়ে'র ভ্রুন-ভেলা ।
যিনি বাংলাদেশ নামক ভূখণ্ডে'র ভূ-পিতা,
মহান-শ্রেষ্ঠ ভাষণে'র প্র-বর্তক, স্বাধীনতা'র গুরু-নায়ক,
তিনি বঙ্গবন্ধু- শেখ মুজিবুর রহমান, আমাদের উজান উর্বরতা ।।
=
ম. প্র. (০৪-০৯-২০২১)
=